20160805

‘সন্ত্রাসের অন্ধকার’ বই প্রকাশ





‘অপরাধ’ একটাই —লালঝাণ্ডা হাতে ধরা। বামপন্থী রাজনীতির শরিক হয়ে মানুষের জীবনযুদ্ধে শামিল হওয়া। সেই ‘অপরাধে’ই অত্যাচার পর্বের শেষ হয়নি আজও। গত ২০১১সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলঘোষণার পর থেকেই শুরু হয়েছিল শাসক তৃণমূলীদের নৃশংস আক্রমণ। সেই আক্রমণের অন্ধকার পর্ব এখনও চলেছে নাগাড়ে। শুক্রবার ৫ই আগস্ট কমরেড মুজফ্ফর আহ্‌মদের জন্মদিনে গণশক্তি ভবনে (৭৪/এ এ জে সি বোস রোড) সেই তৃণমূলী হামলা আক্রমণের তথ্য ও চিত্রের সংকলনে একটি বই প্রকাশ করলেন পার্টিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য। সি পি আই (এম) রাজ্য কমিটির তরফে এই বই প্রকাশ। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ পার্টি নেতৃত্ব। 

‘সন্ত্রাসের অন্ধকার’ শীর্ষক এই বইটির বিনিময় মূল্য দশ টাকা। পশ্চিমবঙ্গের বুকে মূলত বামপন্থী ও অন্যান্য সমস্ত বিরোধী শক্তির ওপর যে বেপরোয়া হামলা আক্রমণ জারি রেখেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েই গত ১লা আগস্ট থেকে ৭ই আগস্ট এক সপ্তাহব্যাপী গোটা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচী জারি। গণশক্তি ভবনে এদিন চালু হওয়া নতুন বুক স্টল থেকে সেই বইটি পাওয়া যাচ্ছে। গোটা রাজ্যে গত পাঁচটা বছর কী নৃশংসতায় আক্রমণ চলেছে তার তথ্যের পাশাপাশি প্রতিরোধের বার্তাও রয়েছে এই বইতে।

No comments: