20200729

মুজফ্‌ফর আহ্‌মদ পুরস্কার পাচ্ছে তিনটি বই


২০২০ সালের মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কারের জন্য ডাঃ শঙ্করকুমার নাথ, মানবেন্দ্রনাথ সাহা এবং সুচেতনা চট্টোপাধ্যায়ের লেখা তিনটি বই মনোনীত হয়েছে। আগামী ৫ আগস্ট কমরেড মুজফ্‌ফর আহ্‌মদের ১৩২তম জন্মদিবসে মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কার কমিটির পক্ষ থেকে তাঁদের এই পুরস্কার প্রদান করা হবে। বাংলা ভাষায় ডাঃ শঙ্করকুমার নাথের লেখা ‘অক্ষয়কুমার দত্ত: বিজ্ঞান ভাবনার পথিকৃৎ’ বইটি এবং মানবেন্দ্রনাথ সাহার লেখা ‘মৃণাল সেন: চলচ্চিত্রের সন্ধানে’ বইটি মনোনীত হয়েছে এই পুরস্কারের জন্য। ইংরেজি ভাষায় সুচেতনা চট্টোপাধ্যায়ের লেখা ‘ভয়েস অব কামাগাতা মারু: ইম্পিরিয়াল সারভেইলেন্স অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম পাঞ্জাব ইন বেঙ্গল’ বইটি মনোনীত হয়েছে এই পুরস্কারের জন্য।

গণশক্তি, ২৯ জুলাই, ২০২০



No comments: